ইউনিয়ন পরিষদ জনবল/কাঠামো–
ক) নির্বাচিত প্রতিনিধি-
১) নির্বাচিত ইউনিয়ন পরিষদপুরুষসদস্য – ৯জন।
২) নির্বাচিত ইউনিয়ন পরিষদমহিলা সদস্য – ৩জন।
৩) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৪) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।
খ) নিয়োগকৃত কর্মকর্তা/কর্মচারী-
1. ইউনিয়ন পরিষদ সচিব- ১ জন
2. হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর- পদ শূণ্য (নবসৃষ্ট পদ)
3. গ্রাম পুলিশ: (প্রতি ওয়ার্ডে ১জন করে)
a. মহল্লাদার = ৯ জন।
b. দফাদার = ১ জন।
4. ট্যাক্স কালেক্টরেট ; (কমিশন ভিত্তিক) = ১ জন।
গ) ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে নিয়োজিত নিয়মিত উদ্যোক্তা-১ জন এবং সহ-উদ্যোক্তা- ১ জন।
ও বিকল্প উদ্যোক্তা 2 জন ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস